চাটগাঁ নিউজ ডেস্কঃ গীতার আলো, ঘরে ঘরে জ্বালো। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাজ করে যাওয়া বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) বার্ষিক গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের আয়োজনে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাগীশিকের শ্রীমদ্ভাগবত গীতা পরীক্ষা আয়োজন হয়। এতে বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের আওতাধীন ১০টি গীতা স্কুলের প্রায় ৫০০ বিদ্যার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উক্ত পরীক্ষা পরিদর্শনে ছিলেন বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের উপদেষ্টা বিভু ভট্টাচার্য, সুব্রত কাননুনগো, বিপুল ভট্টাচার্য, পন্ডিত সুজন আচার্য্য। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সুমন দেব, সুভাষ দে, অপু তালুকদার।
এইসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি দেবাশীষ দত্ত, সহ-সভাপতি পুলক কান্তি চৌধুরী, বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি দেবাশীষ ধর, সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় দে।
এছাড়া বাগীশিকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাজু দাশ, বাবলু কুমার ঘোষ, মিন্টু কান্তি দে, শ্যামল সবুজ, শিমুল দাশ, মিশন দত্ত সপু, নীলকান্ত দাশ, অভিজিৎ চৌধুরী, মাস্টার শ্রী রিটন, বিদ্যুৎ দে, প্রিয়তোষ সরকার, লিটন, জুয়েল, পলাশ, প্রদীপ, শোভন, বাবলা, শুভ, আশীষ, অজয়, ঐশী দে, সৌমেন, রাজন, রাজীব, রনি শীল, দ্বীপ, শুভাগত, পিয়াল, চন্দন, রনি ঘোষসহ আরো অনেকে।
মূলত গীতার আলোকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জন্ম বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির। বয়সের বাঁধা পেরিয়ে এই গীতার আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছে সংগটনটি। আর এরকম পরীক্ষার আয়োজনে সকলের মাঝে গীতাজ্ঞান ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা সকল সনাতনীর।
চাটগাঁ নিউজ/এসবিএন