পড়া হয়েছে: ৩৫
নিজস্ব প্রতিবেদক: নগরীর বাকলিয়া এক্সেস রোডে ফুটপাতে বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের সময় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী দীপক বডুয়া, পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস, অফিস সহায়ক মিথু চৌধুরী।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী