চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ার এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারকে (চট্টমেট্রো ল ১২-৯০৬৮) লক্ষ্য করে ব্রাশফায়ার করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ জন।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন হৃদয় ও রবিন নামে আরও ২ জন।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান— আহতদের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ২ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩ টার দিকে এক্সের রোডের গুলজার বেগম মোড়ে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক ২টি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেট কারকে তাড়া করে। চলন্ত প্রাইভেট কারকে লক্ষ্য করে এক পর্যায়ে গুলি ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। এসময় গাড়িতে থাকা চারজনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে সন্ত্রাসীরা।
সে সময় গাড়িতে থাকা গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় উপস্থিত সাংবাদিকদের পুলিশ জানায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সিএমপি উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম গোলাগুলির ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আরো দেখুন ভিডিওতে…………..
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ