চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ভাড়া বাড়িতে নকল জুস তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার (১৯ মে) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করেছে। এ সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কক্সবাজার চকরিয়ার মৃত হাবিবুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৬)। সে ঘটনাস্থল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলা সূত্রে জানা গেছে, বাকলিয়ার নতুন ব্রীজ আনসার প্লটের খালেদার মার কলোনীতে বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলেন।
কারখানার বৈধ কোনো কাজগপত্র না থাকলেও ওই বাড়িতে ক্ষতিকর কেমিক্যালের সঙ্গে বিভিন্ন জুস তৈরি করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের নকল জুসসহ মেশিন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ ইখতিয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার নকলজুসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন