বাকলিয়ায় ডাবল মার্ডার মামলায় বেলাল-মানিকের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বাকলিয়া এক্সেস রোডে ডাবল মার্ডার মামলায় গ্রেফতার বেলাল ও মানিক প্রত্যেককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ রবিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহরিয়ারের আদালতে আসামিদেরকে হাজির করা হলে আদালত প্রত্যেকের জন্য ৪ দিন করে রিমান্ডের আদেশ দেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক বলেন, বাকলিয়া থানার এক্সেস রোডে প্রাইভেটকারকে ধাওয়া করে এলোপাতাড়ি গুলিতে ডাবল মার্ডার মামলার আসামি বেলাল ও মানিকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেক আসামিকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ (রোববার) গভীর রাতে বাকলিয়া এক্সেস রোডের শেষপ্রান্তে গুলজার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে (চট্ট মেট্রো- গ-১২-৯০৬৮) লক্ষ্য করে সন্ত্রাসীরা ব্রাশফায়ার চালায়। এতে গাড়িতে থাকা বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ রিফাত ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও চারজন, যাদের অবস্থা গুরুতর। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৫ মার্চ ঢাকার বসুন্ধরা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিদ্বন্দ্বী সরোয়ার পুলিশকে তথ্য দিয়ে ছোট সাজ্জাদকে ধরিয়ে দেন বলে তাঁর লোকজনের সন্দেহ ছিল। এ জন্য সরোয়ারকে টার্গেট করে ছোট সাজ্জাদের অনুসারী সন্ত্রাসীরা কারে গুলিবর্ষণ করেন। তবে সরোয়ার প্রাণে বেঁচে যান।

চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন

Scroll to Top