বাকলিয়ায় গ্রেফতার আনোয়ারার ইউপি চেয়ারম্যান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২রা ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, আনোয়ারা থানার নিয়মিত মামলার এক ইউপি চেয়ারম্যানকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top