বাকলিয়ায় ওয়াশরুম থেকে উদ্ধার যুবকের লাশ!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে মহিউদ্দিন (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায়। তিনি ওই এলাকার মিছির বাপের বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাকরিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন হাশেম ম্যানশনের নিচতলার একটি কক্ষের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই ম্যানশনের একজন ভাড়াটিয়া।

লাশ উদ্ধার করা বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে কিছু সন্দেহ থাকলেও তদন্তের আগে এ মূহুর্তে কিছু জানানো যাচ্ছে না।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারবো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top