বাইক দুর্ঘটনায় আহত লোহাগাড়ার যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় বেড়াতে গিয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লোহাগাড়ার যুবক মোবারক হোসেনের (২৫) মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোবারক হোসেন লোহাগাড়া উপজেলার চরম্বা রাবার ড্যাম এলাকার বাসিন্দা এবং তিনি লোহাগাড়া বটতলী শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের কর্মস্থলের মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুল্লাহ বাবলু।

জানা যায়, গতকাল শনিবার বাশঁখালী উপজেলায় বেড়াতে গিয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন মোবারক। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার তিনি মৃত্যুবরণ করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top