বাইকে চড়ে তিন কিশোর যাচ্ছিলেন সাগরপাড়ে, প্রাণ গেল একজনের

ফটিকছড়ি প্রতিনিধি: নগরের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের জিরো পয়েন্টে লরির চাকায় পৃষ্ট হয়ে জুনাইদ (১৭) নামে এক বাইকচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে।

দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই জুনাইদের বাড়িতে ভিড় করছেন। রাত ১০টার দিকে জুনাইদের মরদেহ বাড়িতে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুনাইদের পরিবারে কারও বাইক নেই। সে নিজেও এখনো ভালোভাবে বাইক চালাতে পারত না। স্থানীয় গ্যারেজে টাকার বিনিময়ে বয়স বিবেচনা না করে যারা ভালোভাবে চালাতে জানে না তাদেরও বাইক ভাড়া দেওয়া হচ্ছে। এ সুযোগে ছয় বন্ধু দুইটি বাইকে সাগরপাড়ে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, ব্যস্ততম সড়কটির জিরো পয়েন্ট এলাকায় একটি বাইক ও লরির সংঘর্ষ হয়েছে। এতে বাইক আরোহী জুনাইদ ঘটনাস্থলে মারা যায়। বাইকে থাকা দুই আরোহীকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বাইকটি আমরা ফাঁড়িতে নিয়ে এসেছি।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এসএ

Scroll to Top