বাইকে কক্সবাজার ভ্রমণ শেষে সীতাকুণ্ডে লাশ হলেন যুবক

চাটগাঁ নিউজ ডেস্ক: বাইক নিয়ে বান্দরবান ও কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার রাশেদ গাজী (২৭) নামের এক যুবক। ভ্রমণ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে সীতাকুণ্ডে এক বাইক দুর্ঘটনায় লাশ হতে হলো সে যুবককে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে এ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান আরেক আরোহী সাব্বির (১৭)। যিনি নিহত রাশেদের ভাগিনা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ গাজী চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামের গাজী বাড়ির আব্দুর রবের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাশেদ সবার বড়। তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি রহিমানগর বাজারের স্টিল ব্যবসায়ী।

নিহত রাশেদ গাজীর সফর সঙ্গী বন্ধু ইমরান বলেন, আমরা ১১ বন্ধু ছয় মোটরসাইকেল যোগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বান্দরবান ও শুক্রবার (২০ ডিসেম্বর) কক্সবাজার রাত্রীযাপন করে পরদিন শনিবার দুপুরে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেই। রাত ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে সে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যায়। ওই মোটরসাইকেলের অপর আরোহী তার ভাগিনা সাব্বির (১৭) ভাগ্যক্রমে বেঁচে যায়।

সীতাকুণ্ড হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top