বাংলাদেশ শিপিং কর্পোরেশনে দুদকের হানা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিপিং কর্পোরেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানে দুদকের জেলা কার্যালয়ের চট্টগ্রাম-১  এর সমন্বিত টিম এই অভিযান পরিচালনা করে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কার্যালয়ে অভিযানটি পরিচালিত হয়।

দুদক সূত্রে জানা যায়- স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম ও বৈষম্য সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক কর্মকর্তারা।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (চট্টগ্রাম-১) সুবেল আহমেদ বলেন, আমরা সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছি। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তিতে অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে আমাদের সমন্বিত টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ

Scroll to Top