বাংলাদেশ ব্যাংক গভর্নর ও অর্থ উপদেষ্টার কাছে এস আলমের চিঠি

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছে এস আলম গ্রুপ। চিঠিতে এস আলম গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সমস্ত তফসিলি ব্যাংক কর্তৃক বিভিন্ন অ্যাকাউন্ট স্থগিত আদেশ প্রত্যাহার চেয়েছে। তারা বলেছে, দেশের প্রায় ২ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই গ্রুপ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কর্মচারীদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। ফলে গ্রুপটির ব্যাপক ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং সময় মতো বেতন ও মজুরি প্রদানে ব্যর্থ হওয়ায় শিল্প এলাকার শ্রমিক অসন্তোষ ঘটতে পারে।

এছাড়া চিঠিতে বলা হয়, ভোগ্যপণ্য আমদানি ও সংশ্লিষ্ট শিল্পের উপকরণ সম্পর্কিত এলসি তফসিলি ব্যাংক বাতিল করেছে। যার কারণে দেশে খাদ্য ও অন্যান্য উপাদানের সংকটের সম্মুখীন হতে পারে।

বিস্তারিত প্রতিবেদন দেখুন ভিডিওতেhttps://fb.watch/uCNAkZkMXU/

Scroll to Top