চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ট্রাষ্টি বোর্ডের ট্রাষ্ট পরিচালনা কমিটি গঠন কল্পে বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ৩০ চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ একটি রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের আহ্বায়ক চিন্ময় বড়ুয়া রিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া।
পরিচালনা কমিটি যুগ্ম সচিব রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, অর্থ সচিব তাপস বড়ুয়া, সদস্য সুমন বড়ুয়া বাপ্পি, সঞ্জয় বড়ুয়া পিপলু।
সভায় প্রধান অতিথি লায়ন রূপম কিশোর বড়ুয়া উপদেশমূলক ও তথ্যনির্ভর প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন।
সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে লায়ন রুপম কিশোর বড়ুয়াকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাষ্ট পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
ট্রাষ্ট বোর্ডের সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা লায়ন রূপম কিশোর বড়ুয়া, চেয়ারম্যান বাবু চিন্ময় বড়ুয়া রিন্টু (ঢাকা), ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া (চট্টগ্রাম), ভাইস চেয়ারম্যান রঞ্জিত বড়ুয়া (রাঙামাটি), মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া (চট্টগ্রাম), যুগ্ম মহাসচিব রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড (চট্টগ্রাম), বাবু সুমন বড়ুয়া বাপ্পি (চট্টগ্রাম), পরিচালক (অর্থ) বাবু তাপস বড়ুয়া (চট্টগ্রাম), পরিচালক (সহ অর্থ) বাবু সঞ্জয় বড়ুয়া পিপলু (চট্টগ্রাম)।
পরিচালকবৃন্দদের মধ্যে এ্যানি চৌধুরী বড়ুয়া (ঢাকা), উত্তম কুমার বড়ুয়া (চট্টগ্রাম), কর আইনজীবী বুলবুল বড়ুয়া (চট্টগ্রাম), তুষার বড়ুয়া (চট্টগ্রাম), পলাশ বড়ুয়া (উখিয়া),পংকজ বড়ুয়া (খাগড়াছড়ি), বিধান বড়ুয়া (রাঙামাটি), অলক বড়ুয়া (চট্টগ্রাম), প্রনব বড়ুয়া (চট্টগ্রাম), লায়ন প্রকৌশলী দীপক বড়ুয়া (চট্টগ্রাম), রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া (চট্টগ্রাম) সুজন বড়ুয়া (রাংগামাটি), নিপুন বড়ুয়া (চট্টগ্রাম)।
চাটগাঁ নিউজ/এসএ