বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য সূচি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যম জানিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ২০, ২২ ও ২৪ জুলাই। আর পাকিস্তান সফরে সম্ভাব্য সময়সূচিও ঠিক করা করেছে। সিরিজ শুরু হবে মে মাসের শেষদিকে।

দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আর সে দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচ। এরপর সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে —৩০ মে, ১ জুন ও ৩ জুন।

জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) নেই। তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top