সিপ্লাস ডেস্ক: সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর সময়ের ঠিক আগেই বৃষ্টি হানা দেয়। এরপর খেলা শুরু হলে আরো দুই দফা বৃষ্টি নামে। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে খেলা পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৃষ্টির বাগড়ায় পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য ৮ ওভার কমে যায়। খেলা হবে ৪২ ওভারে।
বৃষ্টির পর খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন।
তার শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৯ রান করার সুযোগ পান ফিন অ্যালান। এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা।
দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।
এরপর মাত্র ১০ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৩ ব্যাটসম্যানকে।
ভয়ঙ্কর হয়ে ওঠা উইল ইয়াং-নিকোলসের জুটির বিচ্ছেদ ঘটান কাটার মাস্টার মোস্তাফিজু রহমান। দ্য ফিজের তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৫৭ বলে ৪৪ রান করেন নিকোলস। তার বিদায়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।
এরপর নাসুমের জোড়া আঘাতে সময়ের ব্যবধানে ফেরেন উইল ইয়াং ও রাচিন রবিন্দ্রন। উইল ইয়াং ৯১ বলে ৫৮ রান করলেও শূন্য রানে ফেরেন রাচিন। তার বিদায়ে ৩০.৪ ওভারে ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড।