বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন সম্পন্ন

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সম্মিলন গতকাল ৬ অক্টোবর শুক্রবার নগরীর পর্যটন কেন্দ্র ফয়’স লেকের সী ওর্য়াল্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত প্রায় অর্ধশতাধিক জনসংযোগবিদ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক এ এস এম বজলুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু ও সদস্য বদরুল হায়দার চৌধুরী।

বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের এই সম্মিলন ও সেমিনারকে কেন্দ্র করে জনসংযোগবিদদের সবার উপস্থিতিতে ফয়’স লেক যেন জনসংযোগ মিলনমেলায় রূপ নেয়। সকল চ্যালেঞ্জ ও বাধাবিপত্তিকে অতিক্রম করে সবার একছাতার নীচে সমবেত হয় এবং কন্ঠে উচ্চারতি হয় সম্প্রতি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের জয়গান। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, মুক্তচিন্তা সত্য ও ন্যায় পথে চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠান ছিল সাজ সাজ রবে প্রাণের উৎসবে এক প্রাণবন্ত আয়োজন। প্রথমে বিকাল ৪ টায় জনসংযোগ কর্মকর্তারা ফয়’স লেকে সমাবেত হয় এবং সেখানে ফটোসেশান করে নৌকায় চড়ে গান গেয়ে গেয়ে সী ওয়ার্ল্ডে পৌঁছেন। সেখানে শুরুতে চা চক্রে এবং পুরো অনুষ্ঠান শেষে সবাই প্রীতি নৈশভোজ অংশ নেয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সেমিনারে “সঙ্কটকালীন যোগাযোগ ও জনসংযোগ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এস এম বজলুল হক। প্রবন্ধে রাষ্ট্র ও প্রতিষ্ঠানের সঙ্কটকালীন সময়ে জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা ও করণীয় কী সেই বিষয়সহ সঠিক তথ্য গণমাধ্যমকে অবহিত করা ভুল তথ্য বা তথ্যের ঘাটতি থাকলে তা সংশোধন করা, ক্রাইসিসের সময় প্রতিটি জন গুরুত্বপূর্ণ বিষয় জনসম্মুখে তুলে ধরা, নেতিবাচক প্রচারণা সম্পর্কে সতর্ক থাকা, গণমাধ্যমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অক্ষুন্ন রাখা ইত্যাদি বিষয় তুলে সুচারুরূপে তুলে ধরেন।

পরে বিষয়টি উপস্থিত জনসংযোগ কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন। আলোচনার শেষদিকে বাংলাদেশ জনসংযোগ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জামান টিপু নির্বাচিত ২১ সদস্য নতুন কমিটি ঘোষণা করেন।

বাংলাদশে জনসংযোগ সমিতি চট্টগ্রাম নতুন কার্যকরী কমিটিঃ

  • সভাপতি: ওসমান গণি চৌধুরী
  • সহ-সভাপতি: ইউসুফ মুহম্মদ, মোসতাক খন্দকার, জান্নাতুল ফেরদৌস
  • সাধারণ সম্পাদক: সাইফুদ্দিন আহমদ সাকী
  • যুগ্ম সাধারণ সম্পাদক: খলিলুর রহমান
  • সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মোকাম্মেল হক খান
  • অর্থ সম্পাদক: মিজানুল ইসলাম
  • দপ্তর সম্পাদক: সাইদুল ইসলাম চৌধুরী
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাশেদুল ইসলাম (রাশেদ পারভেজ)
  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোহাম্মদ হোসেন
  • সমাজসেবা সম্পাদক: ইমতিয়াজ আহমদ
  • সাহিত্য ও ক্রীড়া সম্পাদক: খালেদ হামিদী
  • সাংস্কৃতিক সম্পাদক: ফারহানা ইদ্রিস
  • সদস্য: সালাউদ্দিন শাহরিয়ার, আমিনুল হক, আকবর হোসেন, রাসেল সরদার, আজিজ আহমদ।

 

Scroll to Top