বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চাটগাঁ ডেস্ক : বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাওসো’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) রাতে সোসাইটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেলের সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মঈনুল হোসেন তুর্য। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক শিবলী আল সাদিক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন— সমাজসেবক শফিকুল ইসলাম রাহী, বাওসোর প্রেসিডিয়াম সদস্য হাফেজ ক্বারী আমান উল্লাহ দৌলত, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির সাবেক সভাপতি সাইদুর রহমান মিন্টু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম শফি।

অতিথি হিসেবে আরো ছিলেন— চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য এডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম, পটিয়া বিজনেস প্লাটফর্ম উদ্যোক্তা মাফিজ করিম চৌধুরী, সংগঠক ইঞ্জিনিয়ার ফারদিন বাপ্পি, মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ কামরুল ইসলাম, মাওলানা এবিএম অলিউল্লাহ, রিহ্যাব সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবদুল গাফফার মিয়াজি, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বাওসোর কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নাঈম উদ্দিন, এডভোকেট কামরুল আলম, মোঃ মেজবাহ উদ্দিন, সাংবাদিক এম এ হোসাইন, সাংবাদিক নূর হোসেন, সাংবাদিক জুয়েল শিকদার, শিল্পী আরমান আলি ইমরান,সংগঠক মোহাম্মদ ইউসুফ, নুরুজ্জামান, মোহাম্মদ জাহেদ, আব্দুল মোনায়েম চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মঈমুল হোসেন তূর্য বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক কর্মকান্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেরুদন্ড। ভালো মানুষ হতে হলে সমাজের জন্য ভালো কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, যারা মাটি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। প্রাকৃতিক দুর্যোগ বন্যাসহ দেশের যেকোনো সংকটে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কর্মকাণ্ড আমাদের সমাজের জন্য আলোকবর্তিকা। রোহিঙ্গা শরণার্থী থেকে শুরু করে সিলেট সুনামগঞ্জের বন্যায় দুর্গত মানুষের জন্য সবার আগে ছুটে গেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। শুধু তাই নয় করোনা মহামারীর দুর্দিনে চট্টগ্রামের হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এবং তার টিম বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ।

সভাপতির বক্তব্যে নাজিমু উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে দুর্যোগ সেখানেই সেবা। একটা সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে।

আমরা মানুষের হাততালি পাওয়ার জন্য নয় বিবেকের দায়বদ্ধতা থেকে এই মানবিক কর্মকান্ড পরিচালনা করছি।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top