বাংলাদেশে আসছেন ইলন মাস্ক-বিল গেটস-জাকারবার্গসহ খ্যাতনামা ব্যবসায়ীরা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। যেটি সফল করতে সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও দেশের শীর্ষ বিনিয়োগ প্রচার ও প্রসারকারী সংস্থা (আইপিএ) এর নেতৃত্বে বেজা, বেপজা, হাইটেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সামিট উদ্বোধন করবেন।

বিডাসহ একাধিক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অনুষ্ঠেয় এ সামিটে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ বিষয়ক মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তা, প্রতিবেশী দেশ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহ, ইউরোপ, আমেরিকার নামী বিনিয়োগকারীসহ দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, বাংলাদেশে অবস্থিত বিদেশী দূতাবাস, দেশি ও বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন চেম্বার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সংশ্লিষ্ট সব সংস্থা প্রতিনিধিদের যোগদানের সম্ভাবনা রয়েছে।

সূত্র মতে, সামিট উপলক্ষে বিশ্বের খ্যাতনামা ১০০টির বেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে। এদের মধ্যে এমন কয়েকজন ব্যবসায়ীকে ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে, যারা পূর্বে কখনোই এদেশে আসেন নি।

আমন্ত্রিত অথিতির মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে- বিশ্বের অন্যতম ধনী ও বিনিয়োগকারী স্পেস এক্স ও স্টার লিংক-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেইসবুক মেটা-এর কর্ণধার মার্ক জাকারবার্গ।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং, হুন্দায়, জাপানী হোন্ডা, টয়োটা, এমনকি ভারত,পাকিস্তান,মালয়েশিয়া, থ্যাইল্যান্ডের খ্যাতনামা কোম্পানির শীর্ষ নির্বাহীদেরও এই সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে আলিবাবা’র জ্যাক মা ও অ্যামাজানের কর্ণধাররাও আছেন।

সূত্র জানায়, এসব খ্যাতনামা ব্যবসায়ীদের আমন্ত্রণের ক্ষেত্রে প্রয়োজনে ‘ড. ইউনূস ম্যাজিক’ তথা তার পরিচিতি, খ্যাতি ও সুনামকে ব্যবহার করা হবে। এছাড়া ড. ইউনূসের পক্ষ থেকে কয়েকজন খ্যাতনামা ব্যবসায়ীকে ফোন করাও হতে পারে।

সূত্র জানায়, অনুষ্ঠেয় এ সামিটে বাংলাদেশের তরুণ প্রজন্মের কর্মশক্তি, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের কৌশলগত অবস্থানের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরা হবে। সামিটে কৃষি, আইসিটি, বস্ত্র শিল্প, চামড়া শিল্প, পর্যটন, স্বাস্থ্য ও সেবা, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি খাতসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে আগ্রহী শিল্প উদ্যোগক্তারা অনুষ্ঠেয় এ অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা ও সাফল্যের উপর ভিত্তি করে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা এ সম্মেলনে তাদের মূল্যবান মতামত ও দিক-নির্দেশনা প্রদান করবেন। এ অনুষ্ঠানে সুনির্দিষ্ট খাত ভিত্তিক দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যক্ষ যোগাযোগের উদ্দেশ্যে ই-টু-ই আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। দেশে খাত-ভিত্তিক বিনিয়োগের সুযোগ সুবিধা আলোচনার লক্ষে এ সামিটে একাধিক ব্রেক-আউট সেশনসহ অন্যান্য যথাযথ অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকছে।

এছাড়া এ সামিটে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বাস্তব অবস্থার পর্যবেক্ষণের জন্য সুনির্দিষ্ট শিল্পাঞ্চল ও শিল্প প্রতিষ্ঠান ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top