বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন।

টাইগার পেসারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেইট। বাংলাদেশ ক্রিকেটে যে নতুন যুগের সূচনা হয়েছে তা থেকে ভালো ফলাফল এনে দিতে চান তিনি। বিশেষ করে তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন।

বাংলাদেশের কোচ হয়ে টেইট বলেন, ‘ভালো একটা সময়ে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলাম। এখন তাদের নতুন যুগ চলছে। যে কথা অনেকবারই সাম্প্রতিককালে বলা হয়েছে, অনেক তরুণ পেসার আছে দলে যা দারুণ ব্যাপার।’

এর আগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কাজ করেছেন টেইট। তাই অনেক ক্রিকেটারের সঙ্গে যেমন তার পরিচয় আছে, তেমনি এখানকার ক্রিকেট সংস্কৃতিও ভালোই জানা তার। তাই সে অনুযায়ীই কাজ করার পরিকল্পনা আছে তার।

টেইট বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, ডেভেলপমেন্ট দল নয়। এখানে সবাই চায় ফলাফল। আমারও সেদিকেই মনোযোগ। যত বেশি সম্ভব জয় এনে দিতে চাই।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top