বাংলাদেশের গ্রুপে পড়ায় ‘ভয় পাবে’ অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: মালয়েশিয়ার মাটিতে আগামী ১৮ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘ডি’-তে আছে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গ্রুপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল থাকলেও বাংলাদেশ তাদের ভয় পাবে না বলে উল্লেখ করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। উল্টো বাংলাদেশের গ্রুপে থাকায় অস্ট্রেলিয়া ভয় পাবে বলেই মনে করেন তিনি।

টুর্নামেন্টের অনেক দিন বাকি থাকলেও আগামীকাল বৃহস্পতিবার দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। প্রথমে শ্রীলংকা যাবে তারা। সেখানে লংকানদের সঙ্গে চার ম্যাচের সিরিজ খেলে রওনা দেবে মালয়েশিয়ার উদ্দেশে। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার ভয় পাওয়ার কথা উল্লেখ করেন সুমাইয়া।

বিশ্বকাপের পরিকল্পনার ব্যাপারে সুমাইয়া বলেন, ‘আসলে আমরা ওভাবে কিছু ঠিক করিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমাদের দলটা অনেক ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি… আমি জানি আমার দলের শক্তির জায়গা কী…আমরা যদি শক্তির জায়গা নিয়ে লড়াই করি, ভালো কিছুই হবে।’

গ্রুপে অস্ট্রেলিয়া থাকলেও তাদের নিয়ে দুশ্চিন্তা নেই সুমাইয়ার, ‘অস্ট্রেলিয়া হোক বা যে-ই হোক, আমরা আমাদের খেলাটা খেলে যাবো। আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে (ভয় পাবো আমরা)… আমার মনে হয়, ওরাই ভয় পাবে যে, বাংলাদেশের গ্রুপে পড়েছে।’

টুর্নামেন্টে খেলবে ১৬টি দল। সেখান থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্স পর্বে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

স্ট্যান্ডবাই: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top