চাটগাঁ নিউজ ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এসব ঘটনায় এরই মধ্যে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে চট্টগ্রাম নগরীতে ইসরাইলি আগ্রাসন বিরোধী মিছিল থেকে নগরীর পিৎজা হাট, পুমা শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার অভিযোগে চট্টগ্রাম থেকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এদের তিনজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং একজন যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার চারজন হলেন- খাইরুল নুর ইসলাম (২৭), মো. তামজিদ (২০), মো. ইব্রাহিম (২৬) ও মো. ইলিয়াস (৪৮)।
পুলিশ জানায়- খাইরুল, তামজিদ ও ইব্রাহিম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। খাইরুল ও ইব্রাহিমের বাসা নগরীর লালখান বাজার এলাকায়। ইব্রাহিমের বাসা ষোলশহর দুই নম্বর গেইট এলাকায়। আর পশ্চিম খুলশী আবাসিক এলাকার বাসিন্দা ইলিয়াস যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান- নগরীর পিৎজা হাট, পুমা শোরুমসহ কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুর, নাশকতা চালানো হয়। এ ঘটনায় আমরা চার জনকে শনাক্ত করে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে, দেশে চলমান বিনিয়োগ সম্মেলনে নেতিবাচক প্রভাব ফেলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন, দেশের অর্থনীতিকে অকার্যকর করতে তারা নাশকতা, ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিল।
গ্রেফতার চার জনকে খুলশী থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আফতাব। খুলশী থানায় চার জনসহ হামলা-ভাংচুরের ঘটনায় চট্টগ্রামে মোট আটজনকে গ্রেফতার করা হলো। এর আগে চকবাজার থানায় এক কিশোর এবং কোতোয়ালী থানায় তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।
রেস্তোঁরা, পোশাকের শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, খুলশী, চকবাজার ও পাঁচলাইশ থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে।
এদিকে বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ৭২ জনের মধ্যে খুলনার ৩৩ জন, সিলেটের ১৯ জন, চট্টগ্রামের পাঁচজন, গাজীপুরের চারজন, নারায়ণগঞ্জের চারজন, কুমিল্লার তিনজন এবং কক্সবাজারের চারজন রয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে পুলিশের বরাত দিয়ে সরকারি এক বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা।
উল্লেখ্য, সোমবার দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন-বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়াসহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে নিজ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
চাটগাঁ নিউজ/জেএইচ