বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে ছেড়াদিয়া দ্বীপ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

আটক জেলেরা হলেন- সেন্টমার্টিনের মো. কবির (৩৩), আব্দুর রহমান (৩৫), মো. লেডু মিয়া (৪০), মো. রমিজ আহমদ (৩৮), আব্দুর রশিদ (৪২), মো. জিয়াউর রহমান (৩০), আমানুল্লাহ (২৭), ওসমান (৩১), আবু তাহের (৩৪), আব্দুল্লাহ (৪০) এবং শাহপরীর দ্বীপের মো. আলম (৪১)। একজনের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় জেলে আব্দুল গফুর বলেন, ভোরে জেলেরা মাছ ধরার সময় সেন্টমার্টিনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহমদের ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। তখন আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করলে ট্রলারে থাকা ৬ জেলেকে আটক করে।

অপরদিকে মো. ইলিয়াসের ট্রলারে থাকা ৬ জেলেকেও ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি বলেন, ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে। যাতে বাংলাদেশ সীমানা তারা অতিক্রম না করে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top