বাংলাদেশিদের চিকিৎসা অস্থিরতা নিরসনে ঐক্যবদ্ধ ভারতীয় ডাক্তাররা

চাটগাঁ নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দিতে ভারতীয় বিভিন্ন উগ্রবাদী সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছিল। তবে এমন অযৌক্তিক ও উগ্রবাদী দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভারতীয় চিকিৎসকরা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা চলমান রাখতে ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন ভারতীয় চিকিৎসকরা।

বুধবার ৪ ডিসেম্বর ভারতের বৃহত্তম চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) পশ্চিমবঙ্গ শাখা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে নিজেদের অবস্থান খোলাসা করেন চিকিৎসকরা।

পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক ডা. এন কাঞ্জিলাল ও ডাক্তার কৌশিক চৌধুরী বলেন, চিকিৎসকদের কাছে সমস্ত রোগী রোগীই। রোগীদের কোনো জাত, ধর্ম ও দেশ হয় না ডাক্তারদের কাছে। চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী। এই ডাক্তারদের দাবি, ভিসা জটিলতায় তারা অনলাইনে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এমনকি অনেককে আসার জন্য সার্টিফিকেটও দিচ্ছেন।

সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের দাবি, দুই দেশের মধ্যে চলমান অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে; তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসাও। তাদের আশা, এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যেকোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top