বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনলাইন ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

গত ১৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে আমিরাতের ভিসা কর্তৃপক্ষ বলেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই ৯ দেশের নাগরিকদের বাণিজ্যিক, কর্ম, ভ্রমণসহ সব ধরনের ভিসা প্রদান বন্ধ থাকবে।

ঠিক কোন কোন কারণে এই ৯ দেশের ওপর অনির্দিষ্টকালের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি হলো সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি আমিরারেত ভিসা কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এর সম্ভাব্য কারণগুলো হলো-

নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা।

ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।

কোভিড-১৯ প্রতিরোধ: সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।

এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top