বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরিঘাটে সাগরে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সিফাত (১৭) নামে এক কিশোর। নিখোঁজ সিফাত কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকা ছেপাটখালী গ্রামের আমানউল্লাহ’র ছেলে।

শনিবার (১৭ মে) বিকাল সাড়ে তিনটার সময় এঘটনা ঘটে।

জানা যায়, সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় সড়ক ঢালাইয়ের কাজে কর্মরত ছিলেন। বিকাল সাড়ে তিনটার সময় সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ সিফাতের সাথে গোসল করতে নামা আরেকজন মোবারক হোসেন বলেন, আমরা দুইজন সাগরে গোসল করতে নামি। সিফাত সাগরে নামার পর শারীরিকভাবে দূর্বল হয়ে পড়ে। সে আমাকে বলেছে, একটা দড়ি এনে আমাকে উপরে তোলো। আমি সাগর থেকে উপরে উঠে লোকজনকে বিষয়টি জানালে সবাই দৌড়ে এসে দেখে সিফাত পানিতে তলিয়ে গেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিয়া বলেন, একজন সাগরে গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আগ্রাবাদ ডুবুরি টিম উদ্ধারের চেষ্টা করছে।

চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন

Scroll to Top