বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাইপ লিকেজ হয়নি, উৎপাদন স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এসএস পাওয়ার প্লান্টের একটি ভিডিও। ওই ভিডিওটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে।

ভিডিওতে দেখা যায়, বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটি প্ল্যান্ট থেকে অনবরত ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে। অনেকেই ভেবেছে এ হয়তো ক্ষতিকর কোন কেমিক্যাল, যা প্ল্যান্ট ফুটো হয়ে বের হচ্ছে। আর এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের কোন দুর্ঘটনা।

তবে কি ঘটেছিল বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রে?
এসএস পাওয়ার প্লান্ট সূত্রে জানা যায়, ১০ মার্চ বিকাল ৪টা ২৭ মিনিটে ফ্লাই অ্যাশ সরবরাহ করার সময় অ্যাশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ার ফলে কিছু কয়লা বাইরে নির্গত হয়। যা কোন প্রকারের ধোঁয়া বা বিষাক্ত কিছু নয়। কর্তৃপক্ষ ৫ থেকে ১০ মিনিটের মধ্যে অতি দ্রুততার সাথে অ্যাশ নির্গমন বন্ধ করতে সক্ষম হন। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে।

এ ব্যপারে এসএস পাওয়ার প্লান্টের প্রকল্প ব্যবস্থাপক ফয়জুর রহমান মুঠোফোনে চাটগাঁ নিউজকে বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কয়লার একটি লাইন জ্যাম হয়ে গিয়েছিল, পরে পরিদর্শন দরজা খুলে ওই লাইন পরিষ্কার করার সময় কিছুটা কয়লা বাইরে বের হয়ে আসে। এটা কোন জটিল বিষয় না। এখন আমাদের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে, এটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটি রেগুলার রুটিন। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এইচএস/এসএ

Scroll to Top