বাঁশখালীর দুই ইটভাটাকে আট লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালীতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাহারচড়া ইউনিয়নের ইলশা গ্রামে অবৈধভাবে কৃষি জমির কাটার দায়ে ঐ ইটভাটা মালিকদের ৮ লক্ষ টাকা জরিমানা ধরা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

এই অভিযান পরিচালনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার চাটগাঁ নিউজকে জানান; ইট প্রস্তুত, ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন অনুযায়ী ২টি ইটভাটা মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, বাঁশখালীতে এমবিএম ব্রিকস ও খাজা আজমির ব্রিকস দীর্ঘদিন ধরে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) কেটে তাদের ব্যবসা কার্যক্রম করে আসছিলো। নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। অপরদিকে কাগজপত্র বিহীন ইটভাটা চালানোর অপরাধে তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top