বাঁশখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ 

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সাকি আক্তার (২৩)।

রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধ সংলগ্ন আনচার মেম্বারের বাড়ির পশ্চিমে নিহত সাকি আক্তারের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, সাকি আক্তারের সাথে সিএনজি চালক আজগর হোসাইনের বিবাহ হয়েছে ৩ বছর আগে। তাদের ঘরে ১৮ মাস বয়সী একটা কন্যা সন্তানও রয়েছে। তবে তাদের ঘরে প্রতিনিয়ত অভাব অনটন লেগেই থাকতো। স্বামী আজগর হোসাইন কখনো সাগরে যায় মাছ মারতে, আবার কখনো এলাকায় দিন মজুরের কাজ করতো সর্বশেষ তিনি কিস্তিতে একটা সিএনজি নিয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করে আসছিল।

সাকি আক্তারের পরিবারের অভিযোগ,  সাকিকে গলা টিপে হত্যা করেছে তার স্বামী। সে লাশ মেডিক্যালে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডা. হামিদ সাকি আক্তারকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, মৃত্যুর বিষয়ে সন্দেহ থাকায় আমরা মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জসিম/জেএইচ

Scroll to Top