বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করে সমর্থকরা বলেন, নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজের কর্মীরা মিছিল নিয়ে এসে হঠাৎ অফিসে ঢুকে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে এমপি মোস্তাফিজ উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তারা।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুঁইছুড়ি ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটেছে।

উক্ত ঘটনা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ বলেন, ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভাঙচুর হয়েছে ঠিক-ই, তবে কারা করেছে সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা দাবি করছেন, একটি মিছিল থেকে লোকজন ভাঙচুর করেছে।

ভাঙচুরের বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এমপি মোস্তাফিজুর রহমানের একটি মিছিল যাচ্ছিল। সেখান থেকে হামলা চালানো হয়েছে। এসময় এমপি নিজেই উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এদিকে, সকালে উপজেলার সরল ইউনিয়নে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি। ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগকালে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, বাশঁখালীবাসী অযোগ্য নেতৃত্বকে প্রত্যাখান করেছে। তারা নেতৃত্বের পরিবর্তনে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট বিপ্লবের মাধ্যমে বাঁশখালীবাসী সেই পরিবর্তন বাস্তবায়ন করবে।

Scroll to Top