চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে গিয়ে সাপের কামড়ে মোতাহেরা বেগম (৩৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোতাহেরা বেগম বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বশিরউল্লাহ বাজার এলাকার মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী। নিহত শিক্ষিকা দীর্ঘদিন ধরে বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকতা করছেন।
স্থানীয়রা জানান, নিজ বাড়িতে মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে গিয়ে পুকুরঘাটে অজু করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরিবার সদস্যদের মধ্যে প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মাবুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা মোতাহেরা বেগমের মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন