বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি, আহত ৩০

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে স্থানীয়দের দু’গ্রুপে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এরা হলেন- মোহাম্মদ ফোরকান (৩০), মোহাম্মদ মাহিম (১৮), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০), মোহাম্মদ রুবেল (৩১), জমির উদ্দীন (৫০) ও আবদুল করিম (৪৫)। আহত আরও ১৫ থেকে ২০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উত্তর সরলের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দু’পক্ষ প্রথমে মারামারি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে বাঁশখালী থানা থেকে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে নতুন বাজারে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা সত্য নয়, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের সময় গোলাগুলির শব্দ মনে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top