বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত রুবেল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার (১২ জুলাই) সকাল বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় বাঁশখালী থানার এ এস আই আকবর হোসেন উক্ত আসামিকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
জানা যায়, রুবেলের স্ত্রীর করা যৌতুক আইনের মামলায় তিনি আদালতে হাজির না হওয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালত (বাঁশখালী) তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান হয়।
আটককৃত আসামি হল বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ী ৬নং ওয়ার্ড খদুল্লা পাড়ার আজগর আলীর পুত্র রুবেল।
এই বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মুঠোফোন বলেন, যৌতুক মামলার রুবেল নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে বাঁশখালী থানার এ এস আই আকবর আটক করেছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন