পড়া হয়েছে: ৬২
চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালীর সরল ইউনিয়নের দেলা মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিএনজি অটোরিকশা ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঁশখালী থানার তদন্ত পুলিশ (ওসি) সুধাংশু শেখর হালদার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে (ওসি) সুধাংশু শেখর হালদার চাটগাঁ নিউজকে আরো জানান, এই দুর্ঘটনায় আনিসুর রহমান (৫৬), মাওলানা ইমরান (২১) ও একজন অজ্ঞাতনামাসহ তিন জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সম্মতিতে স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসবিএন