বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ শাহেদ পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ডের আমিরাঘোনা এলাকার আবু তৈয়বের পুত্র।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮ টায় পৌরসভা ৫ নাম্বার ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে নিজ বসতঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়ে মোহাম্মদ শাহেদ। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top