পড়া হয়েছে: ৫৩
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার (১৪) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক হাবিবের দোকান নামক স্থানে এই ঘটনা ঘটে। বাঁশখালী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সে মহেশখালী থানার মাতার বাড়ি উত্তর রাজঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নাছির উদ্দীনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে সিএনজি যোগে মহেশখালী যাওয়ার পথে বৈলছড়ি হাবিবের দোকান এলাকায় হঠাৎ সিএনজি থেকে ওই তরুণী মনিকা আক্তার সড়কে ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন