বাঁশখালীতে পলাতক আসামিসহ আটক ২

চাটগাঁ নিউজ ডেস্ক: বাঁশখালীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

জানা গেছে, পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে পুটখালী ব্রীজের দক্ষিণে পাশে চেক পোস্ট বসিয়ে টেকনাফ হোয়াইক্যং ইউপির ৯নং ওয়ার্ডের মধ্যম হীলা কম্বনিয়া পাড়া হাসান মেম্বার বাড়ির রহমত উল্লাহর পুত্র মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়াকে (৫১) ১ হাজার ৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অপরদিকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: রমিজকে গোপন সংবাদের ভিত্তিতে কাথরিয়া ইউপির চুনতী অলিশাহ মাজার সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top