বাঁশখালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ঘোষণা করা হয়।
এতে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে সরকার দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান সিআইপি (ঈগল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক প্রতীক), স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান (বেঞ্চ প্রতীক)সহ বিভিন্ন প্রতীক নিয়ে এবারের ভোটযুদ্ধে যারা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে উপরোক্ত প্রার্থীরা ব্যতীত অন্যান্যদের মধ্যে রয়েছে ন্যাপ পার্টির ডাক্তার আশীষ কুমার সুশীল (কুঁড়েঘর), ইসলামি ঐক্যজোট প্রার্থী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী (মিনার প্রতীক), ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী (মোমবাতি প্রতীক) এবং ইসলামীক ফ্রন্ট প্রার্থী আব্দুল মালেক আশরাফী পেয়েছে (চেয়ার প্রতীক), আওয়ামী লীগ নেতা জিল্লুল করীম শরীফি কংগ্রেস পার্টি থেকে (ডাব প্রতীক) পেয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।