চাটগাঁ নিউজ ডেস্ক : উপজেলা নির্বাচনে ভোট চলাকালে বাঁশখালীর ছনুয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।
আজ বুধবার (৫ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ১১৫ নং নয়াপাড়া কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইউনুস। তিনি জানান, বুধবার সকাল নয়টর দিকে ছনুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ১১৫ নং কেন্দ্র নয়াপাড়া কেন্দ্রে দোয়াত কলম ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আহমদ উল্লাহ নামে এক ব্যক্তি আহত হয়।
তিনি আরও জানান, বাঁশখালী ছনুয়ার নয়া পাড়ার ওই কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ৬টি বুথে ২০০ ভোট কাস্ট করা হয়েছে।
বাঁশখালী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী ও সাবেক এলডিপি নেতা সিরাজুল ইসলাম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা প্রবাসী সৈয়দ আব্দুল মাবুদ। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাটগাঁ নিউজ/এসআইএস