বাঁশখালীতে জনতার বাধায় পুলিশের হাত ফসকে পালাল আ.লীগ নেতা

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে জনতার বাধার মুখে পালিয়ে যান জিয়াউল হক চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের জন্য বাহারচড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছিরের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায়।

গ্রেপ্তার অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার বাধার সুযোগে জিয়াউল হক চৌধুরী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান।

ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, জিয়াউল হক চৌধুরী নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছেন তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জসীম/এমকেএন

Scroll to Top