বাঁশখালীতে ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

চাটগাঁ নিউজ ডেস্ক: বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণের প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

স্মারকলিপিতে ছাত্রলীগের কার্যক্রমকে বেআইনি উল্লেখ করে অবিলম্বে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ইমন সৈয়দসহ নগর ও বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, “আমরা চাই, বাঁশখালীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং অবৈধ সংগঠনের কার্যক্রম বন্ধ হোক। গণহত্যাকারী ফ্যাসিস্টদের দোসরদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক”

এছাড়াও নেতৃবৃন্দ আরো বলেন,“গণহত্যাকারীদের বাচাতে যে সমস্ত রাজনৈতিক দল সমূহ প্রশাসনকে অসহযোগীতা করছেন এবং তাদের আশ্রয় পশ্রয় দিচ্ছেন সকলকেই চিহ্নিত করা হচ্ছে, জনগণ খুনিদের সংগঠন আওয়ামিলীগ ছাত্রলীগের মত এদেরকেও রুখে দাড়াবে। অনতিবিলম্বে ছাত্র জনতা বাঁশখালীতে ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের আইনের আওতায় আনার ব্যাপারে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায়”

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম এবং থানা অফিসার ইনচার্জ যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। এবং অপরাধীদের ধরতে নিয়মিত কার্যক্রমের কথাও জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top