বাঁশখালী প্রতিনিধি: সারা দেশের মত আজ ৫ই আগস্ট পালিত হল শেখ হাসিনা পতনের প্রথম বছর। এই বিজয় মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর দুই সন্তান দুই স্পটে বিজয় মিছিল করতে দেখা গিয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে বাঁশখালীর কালিপূর ইউনিয়ন সংলগ্ন নুর জাহান কমিউনিটি সেন্টার এবং বাঁশখালীর প্রধান সড়ক সংলগ্ন রামদাস মুন্সি হাটে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এই বিজয় মিছিল করে।
অন্য দিকে আজ বিকাল ৩ টায় পুরো বাঁশখালী থেকে সকল নেতাকর্মী নিয়ে বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হয়ে বাঁশখালীর প্রধান সড়ক সংলগ্ন মিয়া বাজার থেকে উপজেলায় মিসকাতুল ইসলাম চৌধুরীর পাপ্পা বিজয় মিছিল করতে দেখা গিয়েছে।
জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বড় ছেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য। আসন্ন জাতীয় নির্বাচন ও বাঁশখালী উপজেলা বিএনপির কমিটিকে কেন্দ্র করে তারা দুই ভাই দুই স্পটে এই বিজয় মিছিল করেছে।
এই বিষয়ে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মুঠোফোন বলেন, আমার বড় ভাই কালিপুর ইউনিয়নের নুর জাহান কমিউনিটি সেন্টার বিজয় মিছিল করেছে আমি পৌরসভায় করেছি।
চাটগাঁ নিউজ/জসিম/এমকেএন