বাঁশখালীতে এক হাজার মুরগির সঙ্গে পুড়ল খামারির কপাল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মুরগির খামারসহ ১ হাজার মুরগি ও নগদ ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার কপাল পুড়ল। একই সঙ্গে স্বাবলম্বী হওয়ার সোনালি স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে গেছে তার।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

খামারের মালিক মোজাফফর আহমদ জানান, গতকাল রাতে বাড়িতে ঘুমাচ্ছিলাম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। খামারে রাখা আমার নগদ ৬০ হাজার টাকাও পুড়ে গেছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়য়ক্ষতির পরিমাণ সাড়ে ৫ লাখ টাকার বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে মুরগির খামারে আগুন লেগে সবকিছু পুড়ে যায়। এলাকাবাসী এসেও আগুন নেভাতে ব্যর্থ হয়। খামার রক্ষা করতে গিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, সিগারেট খাওয়া আগুন, নতুবা পূর্ব শত্রুতা জেরে কেউ এই ঘটনা ঘটিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, খামারে অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ আমাদের জানায়নি। আমরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছি। তার আগেই খামার পুড়ে গেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top