বাঁশখালীতে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: বাঁশখালীতে একটি পরিত্যক্ত দোকান থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মামুনুর রশিদ (৩০)।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও চোয়ালের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, হুমায়ুন সওদাগরদের পরিত্যক্ত দোকানের ভেতর মামুনুর রশিদের নিথর দেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ পেশায় একজন অটোরিকশা চালক এবং তিনি ইয়াবা সেবনে আসক্ত ছিলেন। বিকেল ৪টার দিকেও তাকে সুস্থ অবস্থায় বাজার এলাকায় দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দুপুরে স্থানীয় মোক্তার নামের এক ব্যক্তি ও আরও এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। মোক্তার ও ওই ব্যক্তি মামুনের নেশাসঙ্গী বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে ওই দুই ব্যক্তি মামুনুর রশিদকে হত্যা করেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে গিয়েছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে সুস্পষ্ট কিছু বলা সম্ভব না। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top