চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালীর বৈলছড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ২ বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে বৈলছড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকার মো. খালেদ হক ও ডাক্তার জেসমিন জাবের জেসির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শর্ট সার্কিট কিংবা মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে দুটি বাড়ির কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালীর ফায়ার সার্ভিস টিমের দায়িত্বরত লিডার আজাদুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশা তাড়ানোর কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসবিএন