বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গত ২৪ ঘন্টায় নাশকতা মামলার আসামী এবং ডাকাতসহ তিননজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নাশকতার সাথে জড়িত ২জন এবং সাজাপ্রাপ্ত পলাতক একজনসহ তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন- শীলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মুস্তফা আলীর পুত্র মাঈনুদ্দীন প্রকাশ মঈন্যা ডাকাত (৪০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ১ নম্বর ওয়ার্ডের ছাবের আহমদের পুত্র মো. রাশেদুল ইসলাম (২৬), সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিনজিরতলা গ্রামের আব্দুর রহিমের পুত্র নাজিম উদ্দিন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ‘বাঁশখালীতে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ত মাঈনুদ্দীন ও রাশেদুল। নাশকতা ছাড়াও এদের বিরোদ্ধে নানা অপরাধের অভিযোগও রয়েছে বলে জানা যায়। এ ছাড়া অপর আসামী নাজিম উদ্দিন একবছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশের চৌকস টিম। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জসীম/এমকেএন