বাঁশখালীতে অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে এই দণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন।

তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৪ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে ইলশা গ্রামের মেসার্স মদিনা ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও প্রসিকিউটর জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় বাঁশখালী উপজেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top