চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী মহাজনঘাটা এলাকায় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সন্ধ্যা রানী দাশ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৫টায় পৌরসভার দক্ষিণ জলদী মহাজনঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রানী বাঁশখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাশের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে পথচারী গৃহবধূকে উদ্ধার তৎপরতা চালানো হয়। দ্রুতগতির গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে নিহতের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে আসে।
বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
সাবেক কাউন্সিলর প্রণব দাশ বলেন, সকালে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
চাটগাঁ নিউজ/এমকেএন