বহির্নোঙরে নৌবাহিনীর অভিযানে ১৭ চোর আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ ১৭ চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সুরমা’ অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ চোরকে আটক করে। এ সময় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক দাম সাড়ে ৫ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা পণ্যসহ আটক চোরদের আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বঙ্গোপসাগরের বহির্নোঙর ও তদ্সংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্যান্য মেরিটাইম সংস্থা নিয়মিত টহল এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top