পড়া হয়েছে: 36
চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২১ সালে বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের পিলারে ফাটল দেখা দিলে নিরাপত্তার জন্য র্যাম্পের মুখে স্থাপন করা হয়েছিল সেইফটি বার, যেন র্যাম্প দিয়ে কোনো ভারি যানবাহন যেতে বা উঠতে না পারে।
কিন্তু গত ১৪ মে প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে সেই সেইফটিবারটি খুলে ফেললেও সেটি লাগানোর কথা বেমালুম ভুলে বসে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এখন বড় বড় ট্রাক, লড়ির অবাধ যাতায়াত ঝুকিঁপূর্ণ সেই র্যাম্পটিতে। এতে করে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তেমনি ফাটলের সম্ভাবনা দেখা দিয়েছে র্যাম্পটিতে।
যাত্রী-চালক ও স্থানীয়রা বলছেন— ফ্লাইওভারের র্যাম্পটির মুখে নিরাপত্তা ফিরিয়ে আনতে যেন দ্রুত ব্যবস্থা নেয়া হয়। নাহলে সামনে অপেক্ষা করছে বড় ধরনের দুর্ঘটনা।
বিস্তারিত সিপ্লাস টিভিতে…………………………..
চাটগাঁ নিউজ/জেএইচ