বহদ্দারহাট থেকে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ফখরুল ইসলাম (৩০), মোঃ শাহীন (১৯), মোঃ মানিক প্রকাশ রিয়াদ (২৮) ও মোঃ জাহাঙ্গীর (৩৬) নামে ছিনতাইকারী গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সকাল সাড়ে ৭ দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃত ফখরুল ইসলাম নোয়াখালী জেলার সদর থানাধীন সোনাপুর আবুল কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে, মোঃ শাহীন নগরীর পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকা ভসমান আবু সুফিয়ানের ছেলে, মোঃ মানিক প্রকাশ রিয়াদ নোয়াখালী জেলার চাটখীল থানাধীন খেজুরতলী এলাকার মোঃ রমজানের ছেলে ও মোঃ জাহাঙ্গীর খাগড়াছড়ি জেলার পানছড়ি থানাধীন সনটিলা এলাকার শফিকুল ইসলামের ছেলে। তারা সকলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় থাকতেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top